করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ সদর উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৬-৮ ডিসেম্বর)-২০২০ উদযাপন করা হয়। সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মোঃ জিল্লুর রহমান চোধুরী, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ শামস উদ্দিন, সিভিল সার্জন , সুনামগঞ্জ মহোদয়, জনাব নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান , উপজেলা পরিষদ, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। সার্জন হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ ননী ভূষণ তালুকদার, সহকারী পরিচালক ও ডিস্ট্রিক কনসালটেন্ট, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সুনামগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেনজনাব বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। জনাব ডাঃ শাহীন আক্তার, ফিল্ড অফিসার, ইউএনএফপিএ; জনাব শামসুল আলম , ডিস্ট্রিক ফ্যামিলি প্লানিং ফ্যাসিলিটের; জনাব রীনা আক্তার, জনাব সুমেলা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা; জবান নরেন ভট্টাচার্য, পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ অন্যান্যরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস