শিরোনাম
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা
বিস্তারিত
১. পরিবার পরিকল্পনা : অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি সেবা
২. অস্থায়ী সেবা ২ ধরণের:
ক) স্বল্প মেয়াদী সেবা: খাবার বড়ি ( মহিলাদের জন্য) বিনামূল্যে, কনডম ( পুরুষদের জন্য) মূল্য পরিশোধ করতে হবে এবং ইনজেকশন ( মহিলাদের জন্য প্রতি ৩ মাস অন্তর) বিনা মূল্যে
খ) দীর্ঘ মেয়াদী সেবা: ইমপ্ল্যান্ট (৩/৫ বছর মেয়াদী মহিলাদের জন্য) ; গ্রহীতাদের যাতায়াত ভাতা বাবদ ৭৯ টাকা দেয়া হয়। আই ইউ ডি ( মহিলাদের জন্য ১০ বছর মেয়াদী) ; গ্রহীতাদের জন্য যাতায়াত ভাতা বাবদ ৭৯ টাকা দেয়া হয়।
৪. স্থায়ী পদ্ধতি: এন এস ভি ( পুরুষদের জন্য) এবং টিউবেকটমি ( মহিলাদের জন্য) ; গ্রহীতাদের পদ্ধতি গ্রহণ করলে ২৩০০ টাকা করে দেয়া হয়।